আমি শুনেছি,
ঐ জোস্না ভরা চাঁদটি আমায় কি বলে।

আমি দেখেছি,
ঐ মিটমিট করা তারা গুলোর লুকোচুরি।

আমি বুঝেছি,
ঐ জোস্না আর তারার স্নিগ্ধ নরম আলোয় জাল বিছানো পথটি কার ঠিকানা খুঁজে দেয়।

তাই'তো তোকে এত্ত এত্ত ভালবাসি;
আমার হৃদয়ের প্রতিটি রক্ত কণিকায়,
যেন মিশে আছিস তুই অপার মায়ায়।

জীবন নদীর প্রতিটি বাঁকেই যেন তোরই শীতল ছায়ার স্রোত,
বয়ে যায় আমার বুকে।

অসংজ্ঞায়িত কোন এক অনির্দিষ্ট কালের তরে আমি রেখে দিলাম,
আমার এই অন্তীম ভালবাসা।

চারুলতা,
শুধু তোরই অপেক্ষায়...
▪     ▪     ▪


রচনাকাল …
06-08-2012
03:40 am