উত্তপ্ত বিষাদ ফুঁড়ে গেছে;
প্রতিটি তারার গহীন দেহে—

সদ্য ম্লান হওয়া সুখসারি যত;
এলোমেলো হয়েই নিস্তেজ নিস্তব্ধ—

প্রতীক্ষার দীর্ঘ চাহনীতে শুধু;
অমলিন কিছু স্মৃতির অগোছালো ছাপ—

আসবেনা আর চন্দ্রমল্লিকার জোসনা ভরা রাত;
ঐ ধূসর দৃষ্টিতে—

স্বপ্ন বিলাস এক হৃৎপিন্ডে;
এখন ক্রমশই ক্রন্দনের অভিলাষী মোহ—
▪     ▪     ▪


রচনাকাল …
30.04.2013
03.20 am