পরিত্যাক্ত লাশের ক্রন্দনে উত্তপ্ত বাতাবরণ;
যার চাপে আমার কর্ণের ছেদন বিস্ফোরিত বারবার—

চারদিকে কেবল ঝাজরা হওয়া মুন্ডের খুলি;
আর থেঁতলে যাওয়া পাঁজরের ক্রামাগত ভিড়—

দুঃসাহসি মগজ আর অসীম শক্তির দেহে ঠাসা পরজীবির ঘর সংসার;
যারা বংশ বিস্তারে নীরব যুদ্ধ করেই চলছে প্রতিনিয়ত—

অগত্যা সব নিথর বাষ্প জমা বিভৎস শরীরের অগনিত ভাঁজ;
যেখান থেকে বেরিয়ে আসছে এক অসহ্য উপচে পড়া গলিত বাঁয়ুর অদৃশ্য ধোয়া—

এখানে শেষহীন এক বিভীষিকাময় ইতিবৃত্ত আজ ভূমিষ্ঠ হতে চলেছে;
যার প্রসব চিৎকারে কঁম্পিত সব, অকালে নিশ্চিহ্ন হওয়া প্রাণ—

বজ্র কন্ঠের প্রতিধ্বনি শুনি দৃঢ় তমসার পরতে পরতে;
সময়ের অসংকোচ অভিযানের দূরন্ত চিত্র দেখি, মৃত হাড়ের খন্ডে বিখন্ডে—

আজ অচিন সব চিত্ত যত নির্ভয়ে এই নির্জনে মুখ খুলে আমার গর্দান ছুঁয়ে;
তাই ডাক পড়েছে আমার কলমের কালিতে ইতিহাসের পাল তুলার—

আমি লিখবো…
আমি ঐ অতৃপ্ত সব আত্মাদের নিয়েই লিখবো—
▪     ▪     ▪


রচনাকাল …
26.03.2013
02.52 am