শুনো শঙ্খচিল,
রাত্তিতে যে বিস্মৃতি নেমে আসে ঢের,
সেসব বিস্মৃতির করোটিতে ভোর সদা অনাগত।


যদি অতৃপ্তের এই তীব্র মশালের অগ্নিতে রোপি,
সহস্র বেদনার নিকষ যত দুঃখবৃক্ষ আমার!
তো জেনে নিও খুব!
ওই মশালের অগ্নি কুপে দেবো তোমাতে,
হৃৎপিন্ড ফুঁড়ে নিঃশঙ্কায় নির্বিবাদ।


অতঃপর,
বিশুদ্ধতায় শোধিত করে নিদারুণ তোমায়;
ফের করে নিবো আমার জন্ম হতে জন্মান্তর।


বাহারছড়া, কক্‌সবাজার।
201703303502