প্রচ্ছন্ন ভোর বলে এসে গেলো
সকাল হয়ে এসছে প্রতাপ,
কুসুমিত সকাল ডাকছে আর
বলছে দিন গড়ে এলো হঠাৎ।


চুপি চুপি পায় বেদনা রোদন
কোয়ারান্টাইনের কালে
ব্যাহত যত পঞ্জীকাগত
লকডাউনের ছলে।


এখনো আকাশ বদনখানি
হয়নি দেখা দারুন,
ব্যথার দহনে পুড়ছে নিদ্রা
অকাল রাতের করুণ।


মৃত্যুর কোল ঢলেছে লাশ
মহামারি করোনার ঘাতে,
কত যে অমল বিমলা প্রাণ
চলে গেছে আসমানি প্রাতে।


এখনো সময় চলেছে ভীষোণ
বাঁচবার হুইসেল বাজিয়ে,
জীবনের গান ধরে চলো আজ
বাঁচি এসো ধরণী সাঁজিয়ে।


২০০৪২২০৬১৫