জেনেছি
জীবনের ভেতরেই থাকে জীবন
সন্ধ্যার ভেতরে সমস্ত সন্ধ্যামালা


বিরহের ভেতরে নিষ্কলুষ বেদনা
প্রতীক্ষার ভেতরে বিনাশের ইশতেহার


অপেক্ষার ভেতরে বঞ্চনা প্রবাহমান
আগন্তুকের ভেতরে অচিন খেরোখাতা


থাকে বিষাদের ভেতরে প্রকাণ্ড ক্রোধ
আততায়ী ভেতরে থাকে নিষিক্ত ক্ষুধা


অথচ কতো অদ্ভুত আলৌকিকতা
আমার ভেতরে নেই আমি; কিংবা আমিত্ব


২২০২০১২০০৮