একবার আমি গোলাপ হতে চেয়েছিলাম,
কেউ তুলে নিবে যত্নে গোঁজাবে খোপায় ।
একবার আমি নদী হতে চেয়েছিলাম,
কেউ পা ভেজাবে পরম মায়য়।


আমি হতে চেয়েছিলাম দখিনা হাওয়া,
কারো চুলের গন্ধ নিবো বলে।  
একবার আমি বৃষ্টি হতে চেয়েছিলাম,
কারো রুক্ষ মরু ভিজিয়ে দেবো বলে।


আমি কারো গোলাপ হতে পারিনি
হতে পারিনি নদী,কেউ ভেজায়নি পা
আমি হতে পারিনি দখিনা হাওয়া।
ভেজাতে পারিনি মরু, আমি ফুটাতে পারিনি ফুল।


আমি কেবল পথিক হয়েছি,
এ পথই বলেছে কেবল চল,সঙ্গে চল  ।