বেবি'র বাবার নাম কী,জিজ্ঞেস করল যখন,
টের পেলাম রক্তের স্রোত, ধমনি-শিরায় তখন।
প্রতিটি লোম দাঁড়িয়ে, জানান দিল মোরে
আজ থেকে বাবা আমি, এ  জগৎ সংসারে।
নার্স এসে তোয়ালে মোড়ানো, নবজাতক কোলে দিলো,
হাতগুলো মোর কাঁপতে গিয়েও শক্ত হয়ে গেল।
বুকের মাঝে আগলে তারে, কী এক সুখ পেলাম,
বাবা হয়ে, বাবা কী,  আমি তা জেনে গেলাম।
সেদিন থেকে অন্য আমি,নতুন আমার ভুবন,
সেই ভুবনে সবার চেয়ে, সে-ই আমার আপন
সারাদিনের ক্লান্তি আমার শূণ্যে যায় উড়ে
যখন তার মুখটি দেখি, কাজের শেষে ফিরে।
সে যদি রোগে ভোগে, আমার সে কী ভয়!
কী নিয়ে বাঁচব আমি যদি কিছু হয়!
আমিতো পাগল হব, খোদাকেও দেখে নেবো,
খোদা তার রোগটা কেন, দিল না যে মোরে,
সারাক্ষণ প্রার্থনাতে, সারিয়ে দাও তারে।
প্রতিটা দিনের হিসেব, কতোটা তৃষ্ণা বুকে,
কবে যে "বাবা"ডাক, শুনবো তার মুখে।
কবে সে ছোট্ট পায়ে, হাঁটবে হাতটি ধরে,
জ্বালাবে শুধুই মোরে,হাজারটা প্রশ্ন করে।
আজ বুঝি, বাবার কাছে, আমি যে কী ছিলাম
বাবা হয়ে,বাবা কী, আমি তা জেনে গেলাম।
বাবারা এমনই হয়, সন্তানই তার পরিচয়,
সন্তানের সুখের মাঝেই, নিজের সুখ লুকানো রয়।