আমি দেখছি,
সে চলে যাচ্ছে,
আমার হৃদয়ের সীমানে ছেড়ে
সানাই এর সুরে সুরে,
তবুও পারছি না ধরে রাখতে।


আমি যেন এক পাথরের মূর্তি,
তবুও দুচোখে নদী,
হৃদয়ে বোবা কান্না
বয়ে যায় কালবৈশাখি।


আমি ভাবছি,
সে অন্যের
আমার নয়,
স্মৃতির পাহাড় ভেসে ওঠে
নিঃশব্দে সে আসে এ হৃদচূড়ায়।


হয়ত স্মৃতি আগলেই এ ভালোবাসা
হয়ত না পাওয়াতেই সে,
আজীবন রবে হৃদয় চূড়ায়
বিতৃষ্ণায় ভালোবেসে।