এই যে চলা,কথা বলা
সবকিছুই অভিনয়,
এই আমি সেই আমি নই।
আমি এক গোলক ধাঁধাঁ
জীবনটা বাজি ধরেই
কষ্টগুলো পুঁজি করেই
কিছুটা সং সেজে আজ
এই হাসি সেই হাসি নয়।
জীবনের বাঁকে বাঁকে
কত কী স্বপ্ন এঁকে
স্বপ্নগুলো গলাটিপে
তবুও স্বপ্ন কুড়োই।
এই যে সুরে গান গাওয়া
বিষাদের তপ্ত বালু
অযাচিত সেই বিকেলে
সবকিছু এলোমেলো।
তবুও সেদিন খুঁজি,
তবুও হাল ছাড়ি না,
তবুও একলা মনে
আশায় আশায় দিনগোনা।