জীবনটা এক নাট্যশালা
করছি সবাই অভিনয়,
এই বেলাতে নয় কে ছয়
ওই বেলাতে ছয় কে নয়।
একটা মিথ্যা আড়াল করতে
হাজার মিথ্যার জনম হয়,
একটা জীবন এলোমেলো
হৃদ গহীনে মহাপ্রলয়।
তীর বিঁধেছে হৃদ মাঝারে
তবুও তারে  হাসতে হয়,
হৃদয়টারে কফিনে পুরে
দেহটারে বাঁচতে হয়।
অচল মনে সচল থেকে
হেরে গিয়েও জিততে হয়,
জীবনটা এক নাট্যশালা
করছি সবাই অভিনয়।