আমি একাকি মহাকালের অতৃপ্ত পথ ধরে,
অপ্রাপ্তি, শূণ্যতা,ব্যর্থতা দুরে ঠেলে
হতাশা, যন্ত্রণা আর রুক্ষ হৃদয় নিয়ে
বিশ্রান্ত পথিক।
পথের বাঁকে তোর দর্শন;
মুছে ফেলে হৃদয়ের সব বিষাদের ছাপ
কলঙ্কের কালিমা
সপে দিলাম নিজেকে।
তোর ভালোবাসায় ভরে নিলাম
হৃদয়ের শূণ্য গহ্বর,
হাতে হাত রেখে পাড়ি দিলাম
বিষাদি প্রান্তর।
তবুও অন্তর্দহন,
হিংস্র থাবায় এ পথেরই কোনো বাঁকে
হারানোর ভয়।