জীবন মানে-
মরিচা ধরা কোন যন্ত্র নয়,
নয় কোন অবহেলায় ফেলে রাখা বস্তু,
চলন্ত গাড়ীর নিখুঁত ইঙ্গিনের ন্যায়,
বিরতিহীন ভাবে চলাই জীবন।


জীবন মানে-
হতাশার গ্লানি নিয়ে বসে থাকা নয়,
দিনের আলো থেকে দূরে থাকা নয়,
কালো দিনের সাথে বীরের মতো,
যুদ্ধ করে চলাই জীবন।


জীবন মানে-
সমাজে অপকর্ম করে বেঁচে থাকা নয়,
মিথ্যা আর মাংস পেশীকে শক্তি করে চলা নয়,
উম্মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গের ন্যায়,
মাথা উঁচু করে চলাই জীবন।


জীবন মানে-
আলো বিহীন ঘরে পড়ে থাকা নয়,
নয় কোন শৃঙ্খলাহীন পথে চলা,
প্রভাতের পূর্বাকাশে ভেসে ওঠা,
প্রথম রবির (সূর্য) ন্যায়,
একই গতিতে চলাই জীবন।