তৃষ্ণারথ আমি-
চৈত্রের খরতাপ রোদে যেমনি
তৃষ্ণারথ থাকে পৃথিবীর প্রাণীকুল
তেমনি তৃষ্ণারথ আমি,
আমার মন, দুটি চোখ,
তোমায় দেখার তৃষ্ণায় তৃষ্ণারথ।


তৃষ্ণারথ আমি-
রোদে পুড়ে যেমনি শুকায় কাঠ
তেমনি শুকিয়ে আমার দুটি চোখ তৃষ্ণারথ,
সেই তৃষ্ণারথ দুটি চোখে-
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি
তোমার পথ চেয়ে।


তৃষ্ণারথ আমি-
চাতক পাখি যেমন তাকিয়ে থাখে আকাশের পানে
এক ফোঁটা জলের আশায়, তৃষ্ণা মিটাবে তাতে
তেমনি অনেকটা বছর ধরে, আমি তাকিয়ে আছি
তোমার পথ চেয়ে, তোমায় একবার দেখে
তৃষ্ণারথ চোখ দুটির তৃষ্ণা মিটাব বলে।


তৃষ্ণারথ আমি-
অসহনীয় তৃষ্ণায় আমি চলে যাই, যাই
পৃথিবীর মায়া ছেড়ে, বহু দূরে, তৃষ্ণার কারণে
দৃষ্টি সীমানায় আস তুমি, তাতে মিটবে তৃষ্ণা
তৃষ্ণারথ দুটি চোখের তৃষ্ণা ।।