দিন ঘুরে মাস আর মাস ঘুরে বছর,
বছর শেষে এলো একটি মাস,
আর এটি যে বৈশাখ।
আজ বৈশাখের অগ্র দিন,
এ দিনকে স্বাগত জানাতে,
পাখিরা এলো সুর আর ছন্দ নিয়ে,
সূর্য্য উঠল পূর্বাকাশে হাসি নিয়ে।
পান্তা-ইলিশের স্বাদ নিতে,
উৎসুকের একটি দল,
বসে গেছে বটের ছায়ায়।
বৈশাখ এসেছে বলে,
মাঠে-ঘাটে মিলছে মেলা,
বৈশাখের অগ্র দিনে।
সেজেছে রমনীর দল,
আপন মনে পদ্ম সাজে,
মাঠের মাঝে আজতো তাই,
মিলছে পদ্ম মেলা।