হাজার সুখের মাঝে ভাবতে ইচ্ছে করে তোমাকে,
আমার দুঃখের মাঝে নয়,
প্রতিটি সু-স্বপ্নের মাঝে দেখতে ইচ্ছে করে তোমাকে,
আমার দুর্¯^প্নের মাঝে নয়।


আমার প্রতিটি চলার মাঝে দেখতে ইচ্ছে করে তোমাকে,
পেতে ইচ্ছে করে আমার অন্তরের মাঝে,
রাখতে ইচ্ছে করে তোমায় আমার বুকের মাঝে,
ভালোবাসার প্রদীপ করে।


তোমায় পেতে ইচ্ছে করে অলংকার রূপে,
আমার প্রতিটি অঙ্গ জুড়ে,
তোমার ঠোঁটের পরশে রাঙাতে ইচ্ছে করে,
আমার রংবিহীন অসম্পূর্ন দু’টি ঠোঁট।


তোমায় দেখতে ইচ্ছে করে বর্ষার প্রতিটি ফোঁটায়,
পাতার ডগায় ঝুলন্ত ফোঁটারূপে,
তোমার অনুপস্থিতিতে সেই জলফোঁটায় হাত বুলিয়ে,
অনুভব করতে চাই আমি তোমার-ই উপস্থিতি।