বাম হাতে কেউ চড় মারে
বাম হাতে কেউ ঘুস খায়
আর ডান হাতে কেউ চড় মারে
আর ডান হাতে কেউ ঘুস খায়,
পন্থা বলতে এটুকুই!
সঠিক পন্থা দেখলাম কই?


কেউ গরুর মতো গোবেট
আর কেউ ষাঁড়ের মতো চিৎকার করে!
কেউ দাড়িভক্ত তো কেউ গোঁফপ্রেমী
মায়ের ভক্ত দেখলাম কই?


কেউ রক্তে লাল করে দেয় চারপাশ
কারণ লাল রঙ ছিল ভীষণ প্রিয়!
তো কেউ শিল্পকে করে nil
চাকরির খাতাকে করে সাদা!
কারো হাত আছে মাথা নেই
হাতটিও আবার গরাদের রড ধরা!
তো কারোর দেশপ্রেম দেসবাসীকে বিদেশি করায়―
আর অর্থনীতির অবনতি ঢাকতে কথার ঘোড়ায়!


কার বাম চোখে আইনশৃঙ্খলা
আর সাথে সাথে ডান চোখে উন্নতি?
কার বাম হাতে কর্মসংস্থান
আর সাথে ডান হাতে সংস্কার করার উদ‍্যোগ?
রাজনীতি তো অনেক দেখলাম,
জনমোহিনী নীতিও অনেক হল―
জনের জন্য নীতি কেন খুব খুব কম??