কাঠমান্ডুর হিম যেন আমার শহরের মধ‍্যরাতের অভিভাবক!
আশ্চর্য অরোরার আর্যবীর্য ব‍্যাথার প্রাচুর্যের কাছে অবনত!
অস্পষ্টতায় তোলপাড় তুলে দানবীয় দানবীরের বীভৎসতা
ঘনায়মান বিচ্ছেদের বিপুল আয়োজন অদম‍্য নিষ্ঠুর সুরে
সিংহাসনের চেয়ে ঘুমের ওষুধ আর কিছুই নেই, আছে কি?
তাই দেরি হবার আগে চটজলদি হাম্বানটোটায় যেও হানিমুন।


অথবা হে রুটিবেটির বংশধর নিজেকে ভেবো ভবিষ্যতের তিব্বত
রূপকথা ভাবতে চাইলে ভাবতেই পারো, ভাবতে ভালো লাগে ভেবো
মধুকর হওয়া খুবই ভালো, কলসপত্রীকে বিশ্বাস করো না কিন্তু
ইতিমধ্যে একজন মানুষই তোমার দেশের দেশ, জাগ্রত হও দেশ।