চোখ মুদলেই খসে খসে পড়ে
অসহ্য যন্ত্রণা ভাঙা ছাদের চাঁইয়ের মতো,
নির্যাতিত পাঁজরের খাঁজে খাঁজে ধস―
বালিশের বিদ্রুপের উত্তর নেই!
একাকী বনানী গোঁঙিয়ে ওঠে
শিরায় শিরায় বহিছে ক্ষুদ্রান্ত্র ফাঁড়া ঝড়,
চিন্তারা রূপ পাল্টে ভ‍্যামপায়ার হয়ে―
ইনফ্রালোকে আলোচনা সভায় হাজির!
জীবাণুরা বাসা বাঁধে হৃদয়ের খোঁপে
অযত্নে করোটিটা ভরে গেছে ঝোপে
মাঝরাতে মন্থন সেলফোন সাগরে
সেই কবে মরে গেছি গোপনীয় আদরে...
কালকূট মন দেবদূত হয়ে খোঁজে দেবদূত!


তব সুরেই ভরসা আছে নবজীবণের
সেই সুর আমার প্রিয় প্রভু
আলিঙ্গনে খসিয়ে দাও খোলসখানি মোর
তুমি আমার সূর্য আমি তোমার ভোর
আমি তোমার সূর্য তুমি আমার ভোর
ভেঙে ফেলো সব বাধা―মাতলামি ঘোর।।