মা বলল, শুনছিস ওরে সোনা
সব বন্ধু বন্ধু হয় না,
দরকারে সাহায্য চাইলে পরে
যে বন্ধু হাতখানা তোর ধরে
সেই বন্ধুই বন্ধু ওরে তোর
ঘৃণ্য তুই না হলে বন্ধু ওর,
আর যে বন্ধু "মনের কথা বোঝে"
চাওয়ার আগেই সাহায্য করে নিজে
সেই বন্ধুকে বন্ধু বললে ভুল
সেই বন্ধু আপন বিলকুল,
আর যে বন্ধু তুই গেলে ভুল পথে
হাত ধরে টানে সঠিক রথে―
সেই বন্ধুকে আপন বললেও খাটো
সেই বন্ধু দেবতা কুল জাত,
একান্তে যে মুখোমুখি নিন্দা করে
সে-ই বন্ধু, তাকে রাখরে বুকে ধরে।


আর বাকি কেউ বন্ধু নয়রে তোর
পিছনে তাদের স্বার্থ জানিস ঘোর
কিংবা টাইম পাস বা ফেয়ার ওয়েদার
ওদের হয় ইগনোর নয়তো পরিহার।


হঠাৎ সহায়ক অথচ রেকর্ড খারাপ
তার সাহায্য নিলে করবি পরিতাপ।
যে সামনে মিষ্টি পিছনে নিন্দাঝুড়ি
সে ছদ্মবেশী সে শত্রুর অধিক ছুরি।