এসো মা সরস্বতী বসো ঘরে ঘরে
সবারই ঘরে থেকো আলো করে
দু'বেলা দুমুঠো জুটে না যাদের
তোমার আশীষে পূর্ণ করো তাদের।


শঙ্খ বাজিয়ে আবার আনব দেশে
সবারে বিদ‍্যা দিও মা হেসে হেসে
আধুনিক শিক্ষাতে তুমি উন্নত করো
মাগো কন্ঠহীনের গলাতে তুমি দিও স্বর।


ধূপ ধূনা দিয়ে তোমার পাতিব আসন
তোমার পূজা করে হোক চরিত্র গঠন
নিজের পায়ে সবাই যেন দাঁড়াতে পারে
ভক্তিভরে প্রণাম মোরা জানাই তোমারে।।