ছাই দিয়ে তুই জীবন মাপলি
ছায়া দিয়ে মাপলি না
ভোলা মন...
রে মন আমার...
দুখ দিয়ে ক্ষণিক সুখ পেলি
তুই সুখ দিয়ে আশিষ নিলি না
ছাই দিয়ে তুই জীবন মাপলি
ছায়া দিয়ে মাপলি না।
তুই ভাগ্য ভাগ্য খুঁজে গেলি
কারোর ভাগ্য গড়ে দিলি না
তুই উত্তেজনাকে সুখ ভাবলি
তাইতো সুখের হদিস পেলি না
পেলিনা রে মন পেলি না
ছাই দিয়ে তুই জীবন মাপলি
ছায়া দিয়ে মাপলি না।
তুই প্রতি ভোরেই ঘুমিয়ে বলিস―
ভোর কেন হায় হয় না?
দুনিয়ারে তুই খারাপ বলিস
তুই তাইতো ভালো হলি না
দুর্যোধন হয়েই যুদ্ধ লড়িস
ভীম কভু তুই হলি না,
উত্তম হওয়া আর আপোষ করাকে
আলাদা দেখতে শিখলি না
শিখলিনা রে মন শিখলি না
ভোলা মন...
রে মন আমার...
ছাই দিয়ে তুই জীবন মাপলি
ছায়া দিয়ে মাপলি না।
তুই প্রশ্ন করা আর শ্রদ্ধা করাকে
আলাদা ভাবতে চাইলি না―
উল্লাসিত অনেক হলি
প্রফুল্ল তুই তাই হলি না,
ফোনে ডুবে তুই মরে রইলি
বাস্তবে গল্প করলি না
তোর চুল দাড়ি সব পেকে গেল
তবুও পাকামো ছেড়ে পাকলি না
পাকলিনা রে পাগল পাকলি না
ছাই দিয়ে তুই জীবন মাপলি
ছায়া দিয়ে মাপলি না।
ভোলা মন...
রে মন আমার...
বল্ ছাই দিয়ে কেন জীবন মাপলি?
ছায়া দিয়ে কেন মাপলি না??