সস্তা চিল,ঘুমন্ত মেঘ
এই যে বসে আছি আকাশের নীচে
রুমাল ঢাকা জল,ভেজা সবকিছু
তবুও মেটেনা চাতকের তৃষে!
নিষ্ঠুর নম্রতা,বোবা বিকেলবেলা
কোথায়,চেনা কন্ঠের কেমন আছো তুমি?
কুয়াশার নিমন্ত্রণ,ইত্যাদির বারণ
জোৎস্নার ধাক্কাতে কেঁপে ওঠে ভূমি!
অস্থির চিত্র,থেমে যাওয়া কাঁটা
বেহায়া বালিশ বলে আয় শুবি আয়
দুধের দাঁড়ি,জোনাকি আশা
বড়ো সেই যে ক্ষমা চায়!
কম্পনে নিশাচর,নিলয়ের নিলাম
সব ঠিক আছে,শুনতে চায় জবুথবু
ধূমায়িত বিশ্রাম, জয়,জয় শ্রীরাম
তারাদের অমাবস্যা হয়নাকো কভু।।