হে মহান মে দিবস,
ছেলেমেয়েগুলো কেমন আছে কে জানে
কে জানে বুড়ি মা কত্তো মনখারাপে রয়েছে
বাবার সাথেও কথা হয়নি আজ একসপ্তাহ হল।
ফোনে চার্জ নেই, পকেটে পয়সা নেই
রাস্তায় গাড়ি নেই, কর্মও নেই সেই সাথে, কর্মহীন
আজ ব্রিজের নীচে শুয়ে আছি দলবেঁধে
সঙ্গী মলমূত্র, ভুখা পেট আর মানসিক যন্ত্রণা।
সবাই সম্মানের সাথে নিজের রোজগারে খেতে চায়
কিন্তু আজ আমরা অসহায়
থালা হাতে দলবেঁধে দাঁড়াতে হয় দুইবেলা রোজ
ঝাপসা হয়ে আসে দৃষ্টি, ছাতিতে হাতুড়ির আওয়াজ
আজ কতোদিন বউয়ের হাতের রান্না খাইনি!
মাথাতে যে কষ্ট হয়―
তার চেয়ে হয়তো ছোট্ট সোনাটা বেশি কষ্টে আজ
জানিনা ওদের খাবার জোগাড় করব কিভাবে?
জানিনা কিভাবে ফিরে যাব ঘর?
জানিনা এই "মৌনাকস্মিক" লকডাউন উঠবে কবে!


হেঁটে হেঁটে ফিরতে গিয়ে মারা গেছেন অনেকে
তবুও এরোপ্লেন চাইনা হে মহান মে দিবস
তুমি শুধু আমাদের কাজ দাও, কাজ, বাঁচাও!
আমরা প্রসিদ্ধ প্রবাসী নই, মোরা পরিযায়ী পরিশ্রম!