কাশপেড়ে শাড়ি হিরণ‍্যধান‍্য আঁচল
দেবশ্রী মুখশ্রী আশমান সমান,
অর্কপ্রভাময় তেজতন্ময়
পেঁজাতুলো খোঁপা সৌন্দর্য সম্মান।
শ‍্যামলিমা সাজে সজ্জিত বিজয়িনী
কলকাকলিতে ধ‍্যানের বাণী শুনি,
অপরূপা নবরূপা পরিচিতা শুচিস্মিতা
মমতাময়ী জাগৃতা সমীরণ-শীতলতা।
ধরিত্রীপদযুগল তব নবদুর্বাদল নুপুর
দশদিক প্রসারিত তব দশভূজ অভয়ে ভরপুর,
প্রভাতরূপে শক্তি দান দিবসরূপে বীর্য
ঘুমরূপে শান্তিদান তুমি দেবীশ্রেষ্ঠা আর্য।


আজ কেন মা ক্রোধান্বিতা―
লোচন কেন তব বহ্নি?
কোভিডরূপে কেন দেখাও ভয়
হে প্রিয়দর্শিনী ধন‍্যি?
থরথর মোর কাঁপিছে অধর
অনিশ্চিতের তোয়ধিতে ভয়লহরী
আঁখিতে মরিছে অদৃষ্টাশা
হে সৌদামিনী পঙ্কজপ্রজ্ঞা জোড়হাত করি,
দেখাও তব শিবম্ রূপ।
পুনরায় নিও কোলে তুলে
তোকে ভুলে থাকি তাই বলে মা
তুইও যাবি ছেলেরে ভুলে?


প্রকৃতি রূপে দুর্গা তুমি পুরুষ রূপে শ্রীহরি
জগতের মঙ্গল হোক মাতঃ তোমারে প্রণাম করি।।



সকল কবিবন্ধু এবং সকল পাঠকবন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন🙏💗🎇