1. অপেক্ষা একটা বৃষ্টিস্নাত ভোরের


কল্পনা কর্ দুইটি শিশু বয়স বছর দুই
একজন খুব ফর্সা ও কিউট
আর একজন অসুন্দর ও কালো ত্বকের
রাস্তা দিয়ে যেতে যেতে দেখলি এদের
সত্যি করে বল্ ওই কাকে ভালোবাসবি তুই?
কল্পনা কর্ শিশুদুটি বয়সে বড়ো হল
কিউট শিশুটির গো-খাদ‍্য কেলেঙ্কারিয় জেল হল
অসুন্দর শিশুটি হইল ভারতের মিসাইলম‍্যান
সত্যি কথা বল্ কার প্রতি তোর যাবে ধ‍্যান?


কল্পনা কর্ দুইটি বালক ষোড়শ বছরের
একজন খুব খুব উঁচু জাতের
অন‍্যজনের জাত নীচুর থেকেও নীচু
দুজনেই চাপতে চাইল তোর বাইকপিছু
কোন জনের কথা শুনবি তুই বল্ তো দেখি শের!
কল্পনা কর্ ছেলেদুটি বয়সে বড়ো হল
উঁচু জাতের শিশুটি জাতির জনকের প্রাণ নিল
নিচু জাতির শিশুটি দিল সংবিধান উপহার
এবার বল্ তুই সত্যি কথা হবি তুই কার?


হে ক্ষুদ্র মনের অধিকারী তপন
তোর হৃদয়েও আছেন ভগবান।
তুইও থাকতিস ভগবানের হৃদয়ে
হতিস যদি উচ্চ চিন্তাবান।।



2. শুভ যখন নতুন পথে


নীল নব ঘন আনমন মন
উড়ে যায় দুইটি বক দূরে
কোনো গাড়ি নেই তবে পিচরোড সেই
ভালোবাসা বয় গাছজুড়ে,
বিকালবেলায় নীলচে ছাদ খালি, হায়!
কুরে খায় বুক বিরহ,
ভরে গেল মেঘ এক নিকষ আবেগ
ছাদে একা, নেই কেহ!


আজ আর এসব ভাবি না, স্পষ্ট কথার...
কাগজের নৌকার যুগ আর নেই;
কষ্ট নেই... বৃষ্টি হল মিথেন হল
আলেয়ার আলো দেখলাম স্পষ্ট,
ডরাই নি পালাই নি হার মানিনি।
আমারে সম্পৃক্ত করেছে অনামিকার বেঞ্জিন
আমারে শক্তি দিয়েছে অনামিকার বেঞ্জিন
আর বিবর্ণ ঝাপসার থেকে দিয়েছে মুক্তি।
ওহো মুক্তি ওহো মুক্তি ওহো মুক্তি।
হে অচেনা অঞ্জলি বৃষ্টি তুমি সুন্দর
হে হাড়কাঁপানো কালো মেঘ তুমি সুন্দর
হে ঝাঁ ঝাঁ রৌদ্রনুড়ি তুমি সুন্দর
হে ঘুমামৃত অন্ধকার তুমি সুন্দর
হে দিব‍্যজোতি আলো তুমি সুন্দর
হে কালকূট ঝাপসা তুমি সুন্দর
হে মরিচিকা বিভীষিকা তুমি সুন্দর
হে তালগাছ ফাঁড়া সাইক্লোন তুমি সুন্দর
হে আনাড়ি কাগজের নৌকা তুমিও সুন্দর।


হে অনামিকার বেঞ্জিন, তোমাকে সুন্দর বলবো না
কী বলবো? কিছুই বলবো না!
হৃৎপিন্ডকে আজ অব্দি বলিনি "তুমি সুন্দর"
তোমাকে "হৃৎপিন্ড" বলব।