শিশির বিন্দু শিশির বিন্দু
ভোরের আকাশ লাল
শিশির বিন্দু শিশির বিন্দু
কালে নেই আজকাল
শিশির বিন্দু শিশির বিন্দু
রাতও হয়ে যায় আলো
শিশির বিন্দু শিশির বিন্দু
দীপমালা খুব ভালো
শিশির বিন্দু শিশির বিন্দু
পথে ঘাটে ভিখারি
শিশির বিন্দু শিশির বিন্দু
ভুলে গেছি ভাব-আড়ি
শিশির বিন্দু শিশির বিন্দু
গঙ্গা অপবিত্র চোখের জলে
শিশির বিন্দু শিশির বিন্দু
আর পুড়ি না বক্ষানলে
শিশির বিন্দু শিশির বিন্দু
কত মায়ের ফাটে বক্ষ
শিশির বিন্দু শিশির বিন্দু
ভালোবাসিনা আর দুঃখ
শিশির বিন্দু শিশির বিন্দু
চেয়ার টেবিল চায় ভেট
শিশির বিন্দু শিশির বিন্দু
আর কিনিনা চকলেট
শিশির বিন্দু শিশির বিন্দু
ভুখা শিশু তোলে হাহাকার
শিশির বিন্দু শিশির বিন্দু
চাইনে স্বপ্নের ঘর আর
শিশির বিন্দু শিশির বিন্দু
ফুটপাতের নেই ছাতা,চাদর
শিশির বিন্দু শিশির বিন্দু
চাইনে এক-চাদর-ছাতার-আদর
শিশির বিন্দু শিশির বিন্দু
নিউজপেপারই গল্পের বই
শিশির বিন্দু শিশির বিন্দু
আর বলিনা কবিতা হলাম কই
শিশির বিন্দু শিশির বিন্দু
ছুঁচোরা আজ হয় দেবতা
শিশির বিন্দু শিশির বিন্দু
চাইনে পার্কে মিষ্টি-আদুরে কথা
শিশির বিন্দু শিশির বিন্দু
কাঁদায় শিশু-নারীর পাচার
শিশির বিন্দু শিশির বিন্দু
আঙ্গুল ভুলুক আংটি তাঁর
শিশির বিন্দু শিশির বিন্দু
বৃদ্ধাশ্রম লুকিয়ে কাঁদে
শিশির বিন্দু শিশির বিন্দু
কী লাভ আর চাঁদে
শিশির বিন্দু শিশির বিন্দু
ধর্মহীনরা আজ ধার্মিক
শিশির বিন্দু শিশির বিন্দু
আদিখ্যেতা একেলা-চিকচিক
শিশির বিন্দু শিশির বিন্দু
ভুলিনি স্বধীনতার রাঙানো দাঁত
শিশির বিন্দু শিশির বিন্দু
বলবো না "ঘুমো,অনেক হল রাত"
শিশির বিন্দু শিশির বিন্দু
তোমাতে দেব আপন আলো
শিশির বিন্দু শিশির বিন্দু
চাইনে মুক্তো,তোমাতেই আছি ভালো
শিশির বিন্দু শিশির বিন্দু
প্রণাম,তোমারে নমি
শিশির বিন্দু শিশির বিন্দু
মিথ্যে কাঁদলে উঠুক রক্তবমি।।