আর একটা নজরুলের জন্ম হোক আমাদের গঞ্জে...
হে স্রষ্টা,পারলে তাকে নামাবলী কিংবা চাদরে মুড়ে জন্ম দাও,
জন্ম দিয়ে দেখাও,দেখাও,দেখি কতো খেমতা?
যাকে তাকে রাণী বলা যায় না!
ঈদের বাঁকা চাঁদ যখন শিবের কপালে
তখন মন্দিরে মসজিদে এত বিভেদ কেন?
হে স্রষ্টা তুমি কি ভুলিয়াছো কালাম কিংবা বিবেককে?
এদের সাধনা কি তবে ব‍্যর্থ ছিল?
নাকি তুমি ঘুস খেয়েছো রাজনীতির?
হে হাসান হোসেন হে অভিমূন‍্য কোথায় তোমরা?
হে ঈশ্বর, যা পশুকে মানুষ করে না,তাকে কি ধর্ম বলা যায়?
হে ব্রহ্ম হে আল্লাহ হে অদৃশ্য হে অনন্ত হে এক,
এবার তোমার যোগনিদ্রা ভঙ্গ করো
ভঙ্গ করো মোহনিদ্রা মানুষের
ধ্বনিত হোক দিকে দিকে তোমার জয়ধ্বনি,
বলে দাও তুমি পুতুল বা বেদি নও
বলে দাও তুমি মানুষের মানুষ
বলে দাও অধার্মিকদের কোনো ধর্ম নেই
আর বলে দাও নেতারা দেবতা নয়।।