আমার ফাঁকা কলসি বাজে বেশি
আত্মজ্ঞান সুধা দিও হে ঐশী
জীবনের লক্ষ্য সুখ নয়, তা জ্ঞান
কৃপা করে বিনয়হীনে দিও সে ধ‍্যান
যে ধ‍্যানে মরিচিকাকে যায় চেনা
যার ওজন নয় একটি বালুকা দানা।


তমস্ নাশীনী হে তাপসী জননী দিব‍্যাঙ্কা
বিগব‍্যাং প্রসবিনী মাতঃ হৃদয়ে মারো ডঙ্কা
জগত বিদ‍্যাবৃক্ষের কলম চারা কিংবা তা নেই
তুমি না চাইলে কে বুঝে, কে বুঝিয়ে দেয়?
তুমি সারদা শ্রীরামকৃষ্ণের তুমিই বিদ‍্যাশক্তি
শক্তি শক্তিমান অভিন্ন, তুমি আদ‍্যাশক্তি মাগো
হে প্রথমতম ইচ্ছার জননী, হে ব্রহ্মস্বরূপীনী
হে শ্বেতপদ্মাসনা দেবী মম হৃদপদ্মে জাগো।


শিশিরমঞ্জরি সাজিয়েছে আত্মপ্রীতা স্তুতি তব
পুষ্পাঞ্জলি দেওয়ার সাথে অহংকারও দেব...
যার আশিষে অদ্ভুত সব আওয়াজ গুলো
হইল বর্ণমালা, মন পায় পর্যায়সারণী মালা
নিবিষ্টতা-পশোভিতা তুমি প্রণাম গ্রহণ করো
বিষজ্বালা মুক্ত করে সুরকোলে তুলে ধরো।।