প‍্যান্ডালের ছামলাতলায়
বরের জুতো চুরি মুচকি হাসি আর
খুনসুটিতে নৃতকন‍্যে মেতে
ওখানে শ‍্যালিকারা জামাইবাবুকে বানায় বোকা
লাল মাটির দ‍্যাশেতে
হেঁই দ‍্যাখো বর হাসেছে
লাল মাটির দ‍্যাশেতে
হেঁই দ‍্যাখো বর হাসেছে
রাঙাবধু এবার তোমার ঘোমটা তোল, শুভদৃষ্টি
লাজুক চোখে কাজল তোমার ঠোঁটেতে মিষ্টি হাসি
লাজুক চোখে কাজল তোমার ঠোঁটেতে মিষ্টি হাসি
বরের আর তর যে গো সয় না
প‍্যান্ডালের ছামলাতলায়


প‍্যান্ডালের ছামলাতলায়
মালাবদল করবে তুমি আইবুড়ো ভাত শেষ খেয়েছো
বিয়ে নয় নিজেরে তুমি বউয়ের হাতে বলি দিচ্ছো
প‍্যান্ডালের ছামলাতলায়
মালাবদল করবে তুমি আইবুড়ো ভাত শেষ খেয়েছো
বিয়ে নয় নিজেরে তুমি বউয়ের হাতে বলি দিচ্ছো
এই তো ছোট ছিলি কবে সেই স্মৃতি আজ সিঁথির সিঁদুর
এই তো ছোট ছিলি
এই তো ছোট ছিলি কবে সেই স্মৃতি আজ সিঁথির সিঁদুর
বরের আর তর যে গো সয় না
প‍্যান্ডালের ছামলাতলায়


অগ্নিসাক্ষীয় সাতপাকে পড়লে বাঁধা
বরযাত্রীর খাওয়াদাওয়া ভালোই হল
অগ্নিসাক্ষীয় সাতপাকে পড়লে বাঁধা
বরযাত্রীর খাওয়াদাওয়া ভালোই হল
যুবতীর দুচোখে জল রাঙা সিঁথি
আজীবন করবে ঘরকন্না তার সাথে
ভুলিস নে রে তুই বন্ধুদেরকে ও পাগলা বউ পেয়ে
ভুলিস নে রে তুই
ভুলিস নে রে তুই বন্ধুদেরকে ও পাগলা বউ পেয়ে
বাসরের ঘরে এবার যা রে ঢুকে
বরের আর তর যে গো সয় না
প‍্যান্ডালের ছামলাতলায়।।



("বীরভূমের বেটি লো" গানের সুরে পড়তে হবে। ইউটিউবে গানটি শুনে নিন। খুব সুন্দর একটি লোকগীতি।)