মেঘ:


যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল ইন্দ্রজিতের নাগপাশে
আমার হাতে বুকে কাঁধে আজও ব‍্যথা লাগে
আমার হাতে বুকে কাঁধে আজও ব‍্যথা লাগে
যেটুকু হাসি আজও আছে বেঁচে
সেটুকু বেচে তবুও হাসাতে চাই তোকে
আমার কাটা ঘায় ক্ষতয় গভীর ব‍্যাথা লাগে
আমার কাটা ঘায় ক্ষতয় গভীর ব‍্যাথা লাগে
তোমার নখপালিশে আমার সুখের রক্ত
আমি কানের দুল হব, থাকব তোমার ভক্ত
তাকিয়ে থাকি রোদের আড়ালে খুঁজি সকালে
তোমার আলপনাতে খুঁজি আলপিনের আকাল
ভালো না লাগা ঘড়ির কাঁটাই
তোমায় মনে করায়
কত স্বপ্ন পুষেছিলেম বুকে
তবু অবহেলা আর এই ব‍্যাথা দেওয়া


বালিকা:


কত স্বপ্ন পুষেছিলেম বুকে
তবু অবহেলা আর এই ব‍্যাথা দেওয়া
আমার মনের মণিকোঠায় তবু কেন সে আছে
আমার মনের মণিকোঠায় তবু কেন সে আছে
হয়তো জড়িয়ে ছিলো সত্যি সাতপাকে
কেন আর খুঁজেনা আমায় মোড়ের বাঁকে?
সন্ধ্যা নামলে বালিশে খুঁজি তার হাসিটাকে
তাঁর জন্য তোমায় আঘাত, করেছি আদিখ্যেতা
যে যার মোহনা নিজের মতো পেতে চায়
কত স্বপ্ন পুষেছিলেম বুকে
তবু অবহেলা আর এই ব‍্যাথা দেওয়া


মেঘ:


কত স্বপ্ন পুষেছিলেম বুকে
তবু অবহেলা আর এই ব‍্যাথা দেওয়া
আমার কাটা ঘায় ক্ষতয় গভীর ব‍্যাথা লাগে
আমার কাটা ঘায় ক্ষতয় গভীর ব‍্যাথা লাগে


বালিকা:


যে কটা দিন তুমি ছিলে পাশে...


মেঘ:


কেটেছিল স্বপ্ন জড়িয়ে ভালোবেসে
আবার ফিরে এলে এসো, না এলেও সুখে থেকো
আবার ফিরে এলে এসো, না এলেও সুখে থেকো


বালিকা:


আমায় ক্ষমা করো প্রিয়, ভুল করে ভুল করিয়াছি


মেঘ:


আমায় ক্ষমা করো প্রেমা আমিও দুঃখ দিয়াছি ছিঃ!
আমার বুকের ভেতরে আজও তুমি আছো
তোমার মনের গোপনেতে আজও আমি আছি।।