দিসনে ওদের দেশ ছাড়তে
আটকা ওদের পায়ে পড়
কেমনে ওদের যেতে দিস
কর রে তোরা কিছু কর?


লোক তাড়াতে ব‍্যস্ত তোরা
লোক লুটে নেয় কোহিনুর
হিন্দু-মুসলিম ছাড় না এবার
তারারা দেখ পালায় দূর!


দেশের প্রতিভা বিদেশে যায়
কোথায় পরিকাঠামোর পরী?
সংরক্ষণ এর কারণ নয়,―
এর একমাত্র কারণ ঘুসখোরই!


যারা উন্নত দেশে চাকরি পায়
দেশে তারা চাকরি পেত না?
দেশকে তাদের যোগ্য করে―
বিজ্ঞান কর্মসংস্থান বাড়তে দিলি না।।



(দেশের বুদ্ধিমান ছাত্রছাত্রী, ট‍্যালেন্টেড মানুষজন বছরের পর বছর বিদেশে পাড়ি দিচ্ছে। দুর্ভাগ্যজনক!


কবিতার উদ্দেশ্য ব্রেনড্রেন আটকানো। জোর করে তা আটকানো যায় না। অন্য কোনো উপায় আছে? ভাবলেই উপায় পাওয়া যায়। গদিপ্রেমীরা দেশকে ভালোবাসলেই উপায় পাবে।।)