বগল বেয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছে খোলা জানালায়
চোখের জলের লুকোচুরি খেলা তার সাথে
ঝুঁকে পড়া দেহ
তবু রোম খাড়া হয় শীতল বাতাসে
বিদ্যুতের চমক চমক জাগায় না আর...
কাদামাটির ঢলে ডুবে গেছে যত্ন করে বানানো নৌকাখানি
কানেকানে ধস নেমেছে পাঁজরের মাঝখানে
ঝড় বয়ে যায় অনেক কষ্টে আঁচড়ানো পরিপাটি চুলে
গোলাপের বাগানে শুধু কাঠি রয়ে গেছে
ধুয়ে গেছে মাটির ওপর যত্ন করে আঁকা ছবিখানি
গুলে যাওয়া জোছনা চোখ মুছে দেখে কেউ দেখেনি তো
অনিমিখ ঝালমুড়ি মিয়িয়ে যায় দূরের আকাশে
শেয়ালের কান্না বলে গেল বেঁচে আছি
বেঁচে আছি শপশপে ভালো থাকাকে সঙ্গে নিয়ে।


ঝিরিঝিরি বৃষ্টি কার না ভালো লাগে!
যখন ভিজতে ভালো লাগে না তখন---
তখনই বোঝা যায় বাদল কী জিনিস ।।