হিন্দু হয়ো না,―
হনুমানজি বা অর্জুনের মতো হিন্দু হও।
রাবণও শিব-দুর্গার পূজা করত
আর দুর্যোধনও কিন্তু হিন্দু ছিল...
তাই, হিন্দু হয়ো না,―
হনুমানজি বা অর্জুনের মতো হিন্দু হও।
একজন হিন্দু ধর্ষককে কি হিন্দু বলবে?
একজন হিন্দু খুনিকে কি হিন্দু বলবে?
যে সাইবার ক্রাইম করে তাকে?
যে মা-বাবাকে খেতে দেয়না তাকে?
যে মেয়েকে লেখাপড়া করায় না তাকে?
অপরাধীদের কি হিন্দু বলবে?
দাঙ্গাবাজদের?
যদি তাদের হিন্দু বলো
তবে আমি হিন্দু নই!
ধর্মের নামে রাজনীতি করে
দেশে বিভাজনের আগুন যারা লাগায়
তারা যদি হিন্দু হয়, তবে আমি হিন্দু নই।


যারা শিক্ষা ব‍্যবস্থাকে পিছনে ঠেলে দেয়
তারা হিন্দু নয়,
যারা অন‍্যদের ভালোবাসতে পারে না
তারা হিন্দু নয়,
যারা টেকনোলজিকে দেশহিতে লাগায় না
তারা হিন্দু নয়,
কারণ অমানবিকতাই অধর্ম।
আর তাই হিন্দু হয়ো না,―
হনুমানজি বা অর্জুনের মতো হিন্দু হও।


আসলে একাত্মতাই যোগ
অভেদ দর্শনই ধর্ম
আত্মবিকাশই সাধনা
পরহিত চিন্তাই মন্ত্র।
অন‍্যায়ের সাথে আপোষ না করাই হিন্দুধর্ম
মানবতা-ভালোবাসা আর হিন্দু ধর্ম এক―
নিজের চোখে শ্রীমদ্ভগবদ্গীতা পড়ো।


লঙ্কায় যে যায় সে রাবণ নয়
রাবণ যেখানেই যায় সেটাই লঙ্কা―
আসলে রাবণ অনেক অনেক
তাই আমরা এটা বুঝতে পারিনা সহজে।
যারা আমার হিন্দুধর্মকে কলুষিত করে
তাঁরা নরকের নর্দমায় কিলবিল করা কীট।।