বাংলা কবিতা ডট কমের দুটি ভালো দিক হলো:


১. এটি বাংলাভাষী কবিদের মধ্যে যোগসূত্র তৈরি করেছে। নতুন কবিদের জন্য শেখবার এবং নিজের লেখা প্রকাশ করবার এক দারুণ মাধ‍্যম।


২. পাঠকদের জন্য স্বর্গ― প্রচুর ভালো ভালো কবিতা এখানে আছে। অনেক খ‍্যাতিমান কবির কবিতা আছে।


বাংলা কবিতা ডট কমের দুটি খারাপ দিক হলো:


১. ব‍্যাপকহারে স্বজনপোষণ হয়। চল্লিশ পঞ্চাশ জন কবিদের একটা গোষ্ঠী কেবল নিজেদের কবিতাতেই পরস্পর পরস্পর মন্তব্য করেন। বাকি যাদের কবিতায় মন্তব্য পড়ে না তাদের মধ্যে অনেকেই অনেক ভালো লেখেন। দ্বিতীয় ধরনের স্বজনপোষণ লেখা ব‍্যান করার ক্ষেত্রে― মডারেটররা এবং এডিটররা এটা ভালো জানেন।


২. ওয়েবসাইটে প্রচুর বিজ্ঞাপন দেখায়। প্রচুর ইনকাম নিশ্চিত হয়। কিছু শতাংশ(১০% অন্তত) এখানকার কবিদের ট‍্যালেন্ট ডেভেলপমেন্টে ব‍্যায় করা উচিত ছিল। নিষ্ঠুর ব‍্যবসায়ী মনোবৃত্তি খুবই খারাপ। কবিদের কন্টেন্ট ইউজ করে টাকা কামাচ্ছে অথচ তাদের জন্য কিছুই নেই। অন্তত পক্ষে মাসে একজন খ‍্যাতনামা কবির সাক্ষাৎকার তো প্রকাশ করতে পারে। যা থেকে সকলেই শিখবেন। এর বাইরেও সমাজ সেবা― বিশেষত গরীবদের শিক্ষার ব‍্যাপারে কিছু করা যেতে পারে।