বেশ তো ছিলাম আমি বসে
        চুপচাপ নিজের মনে একা,
কে জানে স্বপ্নগুলো কখন
        একে একে দিল এসে দেখা।


কোনো এক যমুনাতীরের বাঁশি
        এ হৃদয়ে বানিয়ে দিলো তাজ,
নিয়মগুলো ছুঁড়ে ফেলার শেষে
        বেনিয়মগুলো নিয়ম হলো আজ।


তোমার চোখে প্রথম-দেখা-প্রেম
        তোমার কাছে বসন্ত-রাঙা ফাগ,
তোমার কাছেই এ মন আছে বাঁধা
        তোমার সাথেই ধ্রুপদী পূর্বরাগ।।


* * * * *


ওই হাত এই শরীর ছুঁয়েছে
        সে ছোঁয়ার অনেকগুলো নাম,
আবেশে হারিয়ে গেছি আমি
        মিটেছে ধার-বাকীর দাম।


ওই ঠোঁট ছুঁয়েছে এই ঠোঁট
        এ শরীর ভেসেছে বন্যায়,
কতটা ব্যাকুল হলে মন
        কতটা হয়ে যায় অন্যায়।


কখন সে পুতুল খেলার ঘরে
        হঠাৎ জ্যান্ত রাজা-রানী,
হঠাৎ কিছু অবাধ্য স্পর্ধা
        কখন যে দিয়েছে হাতছানি।


যেন এক দমকা হাওয়া এসে
        সবকিছু নিমেষে চুরমার,
যতসব বাধা-নিষেধ ভেঙে
        দুটি মনের মত্ত অভিসার।।