গ্রাম বাংলার মানুষেরা
সারাদিন কাজ করে
তবু কেন বাড়ি বানায়
লতা-পাতা আর খড়ে..??


গ্রাম বাংলার মানুষেরা
কাজের ভেতর থাকে সুখী
বলোতো,শহরের লোক
কেন এত দুখি..??


গ্রাম বাংলার মানুষেরা
কাদার মধ্যে চলে
শহরের লোক গেলে সেখানে
কেন পা পিছলে পড়ে..??


গ্রাম বাংলার মানুষেরা
মিলেমিশে থাকে
উৎসব এলে তারা আবার
রং-আবীর মাখে..।


গ্রাম বাংলার মানুষেরা
রাতে গোনে তারা
শহরের লোক গ্রাম বাংলা ছাড়া
আজ দিশাহারা..॥