আশা করেইতো মানুষ খুঁজে, সুখ নামের ভেলা ।
বাস্তবতার দিন মাস বছর গুনে পাই, দুঃখ নামের জ্বালা ।


দিন গুলি কেটে যাচ্ছে এখনও আমার, নিয়ম নিতির বাস্তবে ।
অবুঝ মনকে বুঝিয়ে রাখি আজও আমি তাই, স্বাধীন হব কবে ।


মুক্তমনায় নিশ্বাস নিতে চাই আমি, হায়নারা দেয় হানা ।
প্রতিবাদের ভাষা ঘৃণা আসে মনে তাই, রায় হত বিচারের মানে কি আছে খুব জানা ।


তাই পাথর হচ্ছি দিনদিন আমি, মূহুর্ত গুনি এখন বছর ।
চেনা মানুষ গুলিও দূর করে রাখে আমায়, আপন হয়েছে পর ।


চলছে এইভাবেই চলবে সময়, কেটে যাচ্ছে দিন ।
স্বার্থপরদের জয় হোক কামনা করি, থেকে গেল অনেক আমার হিসাবের খাতায় ঋণ, বিদায়ের ঘন্টা গুনি এখন আমি তাই এক দুই তিন ।