চুপচাপ সেই কাজল টানা
আঁখিতে তার মায়ার নেশা ভরা
কথায় তার আদরের ঝুড়ি।


মাঝেমাঝে সে কি ভীষণ কথার আদরের ছুড়াছুঁড়ি
আবার মাঝেমধ্যে গম্ভীর নিশ্চুপ কথা যে তার লাগে মন খারাপ লাগে।


তবুও ভীষণ মায়ার মেয়ে
সে হাসিতে তার কঠিন মন ও গলে!
চিনি না কভু জানিনা সেথা কে গো এই
কাজল টানা মেয়ে ।।


ভালো লাগে ভীষণরকমের জানিনা কেন তাহারে
তার কথাতে আদর খুঁজে পাই হয়ত সে কারণে
ভালো থাকুক সেই কাজল টানা মিষ্টি হাসির মেয়ে
আদরে আদরে রাখুক তার মায়াতে মোরে।