জগত জুড়ে শ্রাবন ছেলে বর্ষা আনে ডাকি
কদমবনে তুমি ছাড়া কেমনে বলো থাকি।।
ও তিন দুয়াড়ী স্বপ্ন তোমার
ছয় দুয়াড়ী আঁখি,
যোজন দূরে তোমার পথে আমি চেয়ে থাকি।
মন মাঝে সুর তোলে স্বপ্ন গুলো বাকি
কদম বনে তুমি ছাড়া কেমনে বলো থাকি।।
জগত জুড়ে শ্রাবন ছেলে বর্ষা আনে ডাকি
কদম বনে তুমি ছাড়া কেমনে বলো থাকি।
ও কুল হারা নদী আমি
দিক হারা পথ,
ভুলে গেলে আমায় দেয়া এতো দিনের শপথ।।
ফুল বনে মধু জমে যৌবন গেল ফাকি
কদম বনে তুমি ছাড়া কেমনে বলো থাকি।।  
জগত জুড়ে শ্রাবন ছেলে বর্ষা আনে ডাকি
কদমবনে তুমি ছাড়া কেমনে বলো থাকি।
কদমবনে তুমি ছাড়া কেমনে বলো থাকি।