চৈত্র্যের কৃষ্ণচূড়া দক্ষিণা পত্রঝরা
                হাওয়ায়
মেঘমল্লার রাগ আনতে পারে নি,
অনাবৃষ্টিতে চৌচির কৃষকের কপাল
প্রকৃতি যেন আঁটেবাধা জমিদার,
অবেলায় বৃষ্টি,সেচের পরে সস্তা তেল
ভর্ত্তসনা ছাড়া কিই বা হতে পারে!
ধবল দুধের মতো সত্য,
এ দেশ কৃষকের লাঙ্গলে
সবুজে ঘেরা ফসলি মাঠ।
তিথিতে তিথিতে তালচোঁচা বদলায়
পড়ে থাকে কৃষক মরা আঙ্গিনায়।
দাম নেই ফসলের,সস্তা কৃষকের ঘাম।
বাপকেলের রক্ত চোষা কৃষক
আজো পাকা ধন ঘরে তোলে।