★★★
ভালোবাসা (সনেট কবিতা)
অর্জুন শর্মা
ভালবাসা বুঝি,এমনে হয় স্বজনী?
আবেগ ভরপুর দিশেহারা মাননী!
মোরে তুমি বাঁধিলে,কি বাধার প্রননে,
একুল ওকুল মোর, ভাসালে নয়নে।
উজার করিয়া হে,বাসিনু ভাল তোরে,
নিষ্ঠুর পরোক্ষর তুমি ভাবিলে মোরে;
মায়ার আবদ্ধ জালে,এ জড়ালি মোরে,
অন্ধ!বুঝিয়া ওগো, ভালবাসিনু তোরে।
ভালবাসা কমেনি,ওগো প্রিয় স্বজনী,
বেচেঁ আছে আজো,নিভান্তবুকে আগুনী;
দোহাই তোদের, একটুকু চুপকর,
ভালবাসিবারে দে, আমারে অবসর।।
বহু বর্ষ গেছে চলে,অশ্রু গেছে ঝরে,
ওগো তবু তোমার চুলে হৃদয় দুলে।।
14/02/২০২০ রাত 3:30 am
কপিরাইট ©২০২০ অর্জুন শর্মা
চিলাইপাড়া, নিলফামারী
সনেট: এই সনেটটি একাকিত্ব একজনের অর্থাৎ(কবির) ভালবাসার রুপ দিয়েছে।এবং স্বজনীর কাছে পরোক্ষ ভাবে দুঃখ যন্ত্রণা আর কষ্টই পয়েছে। তবুও স্বজনীকে ভুলার কথা ভাবেনি, যখন তার মনের অন্তরালের কথা কবির প্রাণের স্পন্দনকে নাড়া দেয় তখন কবির হৃদয় দুলে। এই সনেটটি চৌদ্দ লাইন বিশিষ্ট চৌদ্দ অক্ষরে রুপান্তিত। কক,খখ,গগ,ঘঘ,ঙঙ,চচ এবং ছছ আন্তমিল নিয়ে সাজানো