তুমি দিলে না সুখ
দিলে সুখী গৃহকোন,
তুমি চাহিলে শরীর
চাহিলে না ভালবাসা,
সময়ের স্রোত বহে
কাঁদে না হৃদয়,
আজি শূণ্য হাতে
রজনী পোহায় প্রাতে!
কেন হেন ক্রন্দন
ওষ্ঠ আঁখিদ্বয়ে ?
আছে গান আজি
তুমি কিনিতে পারো,
ময়ূরী পেখম মেলিছে
ধরিতে পারো দু'হাতে,
দিতে পারো ডুব
রূপ সাগরের জলে,
কেড়ে নিতেই পারো
রাতের রঙিন নেশা,
শুধু পারো না নিতে
আমার চোখের জল!