আবার  আসুক ফিরে অমন বর্ষণ
দিন জীবনে মোদের; পাখির ঝাকের
সাথে উড়ে চলা রোদে-দুজন একান্ত
নির্জনে-নিমগ্ন প্রেমে। আবার আসুক
ফিরে এপ্রিল; তোমার চোখের তারায়
ঝাকে ঝাকে শঙ্খচিল-নিশ্চিন্তে উড়ুক
সারাটি বিকেল; আমি আনমনে র'ব
চেয়ে-মুগ্ধতায়—প্রিয় সে সহাস্য মুখে।


আবার আসুক ফিরে এপ্রিল। আবার
রিমঝিম বৃষ্টিপাত  হোক—আমাদের  
এ-শহরে, তুমি আমি পাশাপাশি হাতে
রেখে হাত-ভালবেসে হারাবো দুকূল
সুখের  প্রপাতে,  ভুলে সব পিছুটান
জীবনের; ফিরে চাই এপ্রিল প্রেমের।