আমি যেতে যাই রৌদ্রত্রপা, দ্রুতযান এক্সপ্রেসে চড়ে তোমার শহরে।
হুইসিল দিয়েছে ট্রেন, সবুজ পতাকা উড়ছে পতপত; সবুজ সঙ্কেত।
যাচ্ছে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে ট্রেন কমলাপুর রেল স্টেশন! তুমি চলে
যাচ্ছ। আমি কি দৌড়ে যাবো রৌদ্রত্রপা সেই ট্রেনে? দ্বিতীয় শ্রেণীর
কামরার খোলা দরজা; আমি ঠিক খুঁজে নিবো তোমাকে। প্রতিটি
কামরা তন্নতন্ন করে খুঁজে, আমি ঠিক পৌছে যাবো তোমার কাছে।
যাচ্ছে যাচ্ছে, চলে যাচ্ছে ট্রেনটা; দ্রুতযান এক্সপ্রেস। গন্তব্য
দিনাজপুর। রৌদ্রত্রপা সেই ট্রেনে। কিছুক্ষণ আগে ওর সাথে
আমার পরিচয়। ওর চোখে দেখেছি ভালবাসা, ভোরের অমল
শিশিরের মতো স্নিগ্ধ, নিষ্কপট। আমি কি করবো রৌদ্রত্রপা?
এই এক জীবনে কজনকে এভাবে ফিরিয়ে দেয়া যায়! আমি
ভালবাসতে চাই তোমাকে। এসো সব পিছুটান পিছে ফেলে,
দুজন আজ নিবিড় হই প্রেমে। আমাকে ছেড়ে তুমি যেয়ো না,
যেয়ো না। ফিরে এসো। এক্ষুণি নেমে এসো ট্রেন থেকে। আমি
অপেক্ষারত তোমার। যাক যাক, চলে যাক দ্রুতযান এক্সপ্রেস!
কিন্তু তুমি যেয়ো না। তুমি থেকে যাও রৌদ্রত্রপা, ভালবাসার
শাশ্বত দাবী নিয়ে, শুধু আমার জন্য।
তুমি যেয়ো না রৌদ্রত্রপা।