বসন্তে আবার এসো উদ্যানে। সেখানে
মাতাল করা সৌরভ ফুলের। ফুলেল
ডালিম গাছের নীচে, প্রেমী যুগলেরা
থাকে পাশাপাশি। গল্প গানে ভরা থাকে
সারাবেলা। আছে আলো, আছে মদিরাও;
যতো খুশি কর পান, ভুলে যাবে সব
ব্যথা, সব যন্ত্রণার হবে অবসান;
আবার একত্রে মোরা নাচবো খুশিতে।


তুমি ঠিক এসো সখী উদ্যানে আসছে
বসন্তে। আমি থাকবো অপেক্ষায়, ছায়া
ছায়া সন্ধ্যায় চেনা সে সড়কে। দুজন
একসাথে ফের যাবো স্বর্গোদ্যানে। এম্নি
বসন্ত সখী আসে না বারবার! এই
শুভেচ্ছামন্ত্রণ তুমি ভুলো না আমার।


(ফার্সি কবি জালালুদ্দিন রুমি'র কবিতা অবলম্বনে।)