একটি গোলাপ তুমি নন্দনকাননে,
তোমার দুচোখ যেন পাখিদের নীড়,
তোমার হাসিতে হয় পুণ্য সূর্যোদয়,
তোমার কণ্ঠেতে যেন পিক কথা বলে।
ক্রিস্টি, তুমি সত্যি ভারি সুন্দরী রমণী,
বিধাতার সুনিপুণ হাতে তুমি গড়া,
বিশ্ব চরাচরে নেই তোমার তুলনা--
তুমি শুধু একজনা- তুমি অদ্বিতীয়া।


সবাই তোমাকে চায় প্রিয়তমা করে,
আমিও রয়েছি সেই পাণিপ্রার্থী দলে।
বলো তুমি কার তরে বাড়াবে দুহাত?
সবাই ব্যগ্র ভীষণ- অপেক্ষায় নীল,
স্বপ্নঘোর রাত শেষে কার সুপ্রভাত--
কার গলে জয়মাল্য- শেষ হাসি কার!