আজ রাতে পৃথিবীতে কেউ নেই শুধু আমরা দুজন ছাড়া
জীবনের খেরোখাতা তুমিও সরিয়ে রাখো অন্যকোনখানে।
আজ রাতে নেই কোনও ভয় হারাবার কোনকিছু। দুর্বৃত্তরা
আজ আর কিছুতেই নেবে না তোমার পিছু! নিশ্চিন্তে এখানে-
এই আঙুলের 'পরে হাত রাখো;  তোমার নিষ্পাপ দুটি হাত
ছুয়ে, আমি ভুলে যাবো সব কষ্ট জীবনের। তাবড়-তাবড়
যন্ত্রণার আজ ঠিক হবে অবসান। মনে কর- এই রাত
কখনও হবে না শেষ দুজনার পৃথিবীতে, এর নেই ভোর।


এইখানে হাত রাখো রৌদ্রত্রপা- এই আঙুলের 'পরে। স্পর্শ
কর আমার আঙুল তোমার আঙুলে, অন্তহীন প্রেমে। ওই  
নষ্ট প্রেতাত্মারা চলে গেছে দূরে-বহুদূরে। থেকো না বিমর্ষ
অমন- রেখো না ঢেকে মুখ বিষণ্ণতার চাদরে। আমি নই
শূন্য হাতে ফিরে আসা মানুষের দলে। সব ভুলে কাছে এসে  
হাত রাখো- আমার এ আঙুলের 'পরে- অকৃত্রিম ভালবেসে।