এই মানুষের কাছে ফিরে আসো মানুষ;
নিরাশার কালো কুজ্ঝটিকা পেরিয়ে
সামনে এসে দাঁড়ায় আলোকিত ভোর
এই মানুষই তো বাড়ায় হাত মানুষের হাতে
মানুষের প্রসারিত হাত মুছে দেয়
বিগত শোকাভিভূত রাতের সবটুকু গ্লানি,
ফের ভরসা জাগে মৃতপ্রায় প্রাণে ।
এই মানুষে বিশ্বাস রাখো মানুষ
ফিরে আসো শুধু মানুষেরই কাছে;
মানুষেই মিলবে মুক্তি মানুষের
মানুষই শুধু সত্য ও শাশ্বত, আর
যা আছে সব ভ্রম, সব মিথ্যে ।