কেন ফিরে ফিরে চাও বারবার-ফেলে
আসা পথে; উহু দেখো না অমন আর
অকারণে-পিছু ফিরে । জীবন অনর্থ
নয়-যদি পারো সামনে তাকাতে। সামনে
ঠিক আলো আসবেই, নিরন্ধ্র আঁধার
কেটে---অক্ষিগোলকের  মাঝে এক
ফালি বাঁকা চাঁদ-ঠিক হাসবেই । নষ্ট
কৃষ্ণপক্ষ যাবে সড়ে-আলোকাভিসারে।


উহু আর নয় ফিরে দেখা ফেলে আসা
পথে । যে দিন হয়েছে বিগত কালের
গহ্বরে, তা ভুলে যাও। ভুলে যাওয়াই
সার্থকতা জীবনের । দেখো কতো শত
সম্ভাবনা নিয়ে-আজ---এসেছে নতুন
দিন; তুমিও এসো, এ-আলোকাভিসারে।